২য় রাউন্ডের জমা

The shortest path for ফাঁকিবাজ

বলদ টু বস

প্রোগ্রামিং শিখার প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই লিংকে যাও।

জমা দেয়ার শেষ সময় এপ্রিল ২০, ২০১৭ রাত ১২.০০ ( বাংলাদেশ সময়)

কুইজ জমা দেয়ার সময় শেষ হয়ে গেলেও, শিখার সময় শেষ হয়ে যায়নি। সো, নিজে নিজে কিছু একটা বানাও। নিজেই নিজেকে ডেডলাইন দিয়ে কাজটা শেষ করো। তারপর নিচের প্রশ্নগুলোতে কমেন্ট করো। বুঝতে না পারলে অন্যদের উত্তর দেখে, তোমার নিজের মতো করে লিখো। শুধু দেখে গেলে হবে না। শিখতে হবে, লিখতে হবে, প্রাকটিস করতে হবে।

কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করো

১: তুমি কি নিয়ে সফটওয়্যার বা অ্যাপ বানাইছো

২: তোমার সফটওয়্যার অ্যাপে কি কি ফিচার আছে? তোমার সফটওয়্যার দিয়ে কি কি কাজ করতে চাইছো?

৩: গিটহাবে কোড এর লিঙ্ক

যদি কোন কারণে গিট্হাবে রাখতে সমস্যা হয়। তাহলে কোড জিপ ফাইল করে ইমেইল করে দিবে [email protected]

৪: এই সফটওয়্যার বা অ্যাপ বানাতে গিয়ে তুমি নতুন কি কি জিনিস শিখছো।

৫: সামনের সপ্তাহে তুমি কি কি জিনিস শিখবে? সেগুলা কোথায় থেকে শিখবে?

৬: একজন পরিপূর্ন প্রোগ্রামার হওয়ার মিশনের পিছনে তুমি কিভাবে লেগে থাকবে?


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]